goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 10380

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির প্রত্যয়নপত্র

তারিখ: 09-10-2023


এই মর্মে প্রত্যয়ন প্রদান করা যাইতেছে যে, অত্র ইউনিয়নের কয়াপাড়া মৌজার ফেরিঘাট মোড়ে গত ২৯/০৮/২০২৩ ইং তারিখ রাত আনুমানিক সময় ৯.২০ টায় অগ্নিকান্ডে জনাব মোঃ খাইরুল ইসলাম, পিতাঃ মোঃ মছির উদ্দিন , মাতাঃ মোছাঃ ফতেজা বেগম । জন্ম স্থান- সাং রূপনারায়নপুর, উপজেলাঃ নিয়ামতপুর, জেলাঃ নওগাঁ এবং তাহার বর্তমান ও স্থায়ী ঠিকানা সাং- কয়াপাড়া, ইউনিয়ন- মান্দা, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ । দোকান ঘরের নাম এস,কে কনফিকেশনারী ও ফল ভান্ডার । গত ২৯/০৮/২০২৩ ইং তারিখে রাতে আনুমানিক ৯.২০ টায় তাহার দোকান ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডের দূর্ঘটনা ঘটে । সেই অগ্নিকান্ডে তাহার দোকান ঘরসহ যাবতীয় কাঁচামাল ও দুটি ফ্রিজ একটি কোকাকোলা কোম্পানীর ফ্রিজ এবং অপরটি কোয়ালিটি আইস্ক্রিম কোম্পানীর ডিপফ্রিজসহ দোকান ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। দোকান ঘরে দুটি ফ্রিজ সহ আনুমানিক ৭,৭০,০০০/- টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এ বিষয়ে যে কোন আর্থিক/সামাজিক/ব্যক্তি পর্যায়ে তাহাকে সাহায্য সহযোগিতা করার জন্য সুপারিশ করা হলো ।

আমি তার ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও উন্নতি কামনা করি।