goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 11014

জন্ম সনদ বাতিলের প্রত্যয়নপত্র

তারিখ: 09-11-2023


এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, মোঃ রকিবুল ইসলাম দেওয়ান, পিতাঃ মোঃ টিপু সুলতান দেওয়ান, মাতাঃ মোছাঃ রিনা বানু, গ্রামঃ সাহাপুর, পোঃ প্রসাদপুর, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ। ভুল বশত তাহার দুটি জন্মনিবন্ধন থাকায় একটি বাতিল করা হলো। তাহার বাতিলকৃত জন্মনিবন্ধনের নং-20036414767113205 এবং নিবন্ধনের তারিখঃ 21-05-2022। বর্তমান জন্মনিব্নধন নং-20036414767106886 এবং নিবন্ধন তারিখঃ 20-04-2017 । ইহা আমার জানা মতে সত্য। রেজিষ্টার জেনারেল এর কাছে অনুরোধ উক্ত বাতিলকৃত জন্মনিবন্ধনটি বাতিল করিবেন।

আমি তার ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও উন্নতি কামনা করি।