goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 10475

প্রত্যয়নপত্র

তারিখ: 12-10-2023


এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে , মোছাঃ আকলিমা আক্তার নিঝুম, পিতাঃ মোঃ আইয়ুব আলী, মাতাঃ মোছাঃ ফাতেমা বেগম, গ্রামঃ নবগ্রাম, ডাকঘরঃ মান্দা, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ । সে বীর মুক্তিযোদ্ধা মরহুম রিয়াজ উদ্দীন সরদার, পিতাঃ মরহুম রমেশ উদ্দীন সরদার, মাতাঃ মরহুমা অচনা বেওয়া, গ্রামঃ কিসমত কসবা, ডাকঘরঃ বলিহার-৬৫১২, উপজেলাঃ নওগাঁ সদর, জেলাঃ নওগাঁ এর নাতনী অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা মরহুম রিয়াজ উদ্দীন সরদার এর চতুর্থ কন্যা মোছাঃ ফাতেমা বেগম এর দ্বিতীয় কন্যা মোছাঃ আকলিমা আক্তার নিঝুম । তার মাতামহ একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা । ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে তার মাতামহ সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন । তার পিতা মহের বেসামরিক গেজেট নং-৩৫১৮, তারিখ-০৭/০৯/২০২১ খ্রি, বীর মুক্তিযোদ্ধার পরিচিতি নং-০১৬৪০০০৬৫৭৭ ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে তার পিতামহের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ।

আমি তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করি।