স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়নপত্র
তারিখ: 12-10-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোছাঃ মাসুমা নাসরিন, স্বামীঃ মৃত তোফাজ্জেল হোসেন খাঁন, মাতাঃ মোছাঃ মমতাজ বেগম, গ্রামঃ বিজয়পুর, ডাকঘরঃ প্রসাদপুর , উপজেলাঃ মান্দা , জেলাঃ নওগাঁ এর বাসিন্দা । আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি । তাহার স্বভাব চরিত্র ভালো । তিনি তোফাজ্জেল হোসেন খাঁন এর মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হয় নাই । সে রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী কোন কার্যকলাপে লিপ্ত নয় । ইহা আমার জানা মতে সত্য ।
আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
