স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়নপত্র
তারিখ: 31-10-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোছাঃ ডালমী খাতুন , এনআইডি / জন্ম নিবন্ধন নং- 5061422357, পিতা/স্বামীর নামঃ মোঃ খিদির বক্স, মাতার নামঃ মোছাঃ সালেমা । তাহার বর্তমান গ্রামঃ সাহাপুর , ওয়ার্ড নং- 07 , ডাকঘরঃ প্রসাদপুর-6510 , উপজেলাঃ মান্দা , জেলাঃ নওগাঁ। তিনি এ ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক।তাহার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নাই ।ইহা আমার জানামতে সত্য ।তাহার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সুপারিশ করা হলো।
আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
