স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়নপত্র
তারিখ: 20-09-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোসাঃ তানজিলা খাতুন ,পিতাঃ মোঃ তাইজুল ইসলাম, মাতাঃ মোসাঃ শাহিদা বেগম, গ্রামঃ মেরুল্যা,পোঃ মান্দ্-6511্, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ । তিনি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত ।তিনি আর্থিকভাবে অসচ্ছল ।তাঁর চিকিৎসাভার বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে আমার জানা মতে সত্য ।
আমি তার সর্বাঙ্গীণ সুস্থতা ও মঙ্গল কামনা করি।
