goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 10012

প্রত্যয়নপত্র

তারিখ: 24-09-2023


এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোছাঃ আরবী জান্নাতুন,জন্ম নিবন্ধন নং-20096414767106164, পিতাঃ মোঃ আলমগীর হোসেন,মাতাঃ মোছাঃ এসমেতারা বিবি, গ্রামঃ খাগড়া, পোঃ প্রসাদপুর, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ । তিনি মান্দা ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা । সে হত দরিদ্র পরিবারের সন্তান । তার পরিবারের পক্ষে তার পড়াশোনার খরচ বহন করা সম্ভব নয় । তাকে বিনা খরচে পড়ালেখার সুযোগ প্রদানের জন্য সুপারিশ করা হল।

আমি তার ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও উন্নতি কামনা করি।