স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়নপত্র
তারিখ: 24-09-2023
এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করছি যে, বীর মুক্তিযোদ্ধা মোঃ খোদাবক্স মিঞা , পিতাঃ মৃত ময়েজ উদ্দীন মিঞা, গ্রামঃ কামারকুড়ি,পোঃ প্রসাদপুর, উপজেলা মান্দা, জেলাঃ নওগাঁ । তিনি একজন বীর মুক্তিযোদ্ধা । তাহার গেজেট নং-2167,লাল মুক্তিবার্তা নং-0305060123, সমন্বিত তালিকা নং-01640004374 আরও প্রত্যয়ন করছি যে, মোঃ আলমগীর হোসেন, পিতাঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ খোদাবক্স মিঞা, গ্রামঃ কামারকুড়ি, পোঃ প্রসাদপুর ,উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ, মোছাঃ আরিফা আফরিন (অর্চি) মোঃ আলমগীর হোসেন এর কন্যা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ খোদাবক্স মিঞার নাতনি। বীরমুক্তিযোদ্ধার নাতনি হিসেবে মোছাঃ আরিফা আফরিন অর্চিকে সরকার ঘোষিত সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানের জন্য জোর সুপারিশ করছি ।
আমি তার ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও উন্নতি কামনা করি।
