স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়নপত্র
তারিখ: 03-10-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে,মোঃ সাহাদত হোসেন, পিতাঃ মোঃ সাহেব আলী শেখ, এনআইডি/জন্মনিবন্ধন-9109682378 (সংযুক্ত),মাতাঃ মোছাঃ লাইলী বেগম,এনআইডি/জন্মনিবন্ধন-1004715981(সংযুক্ত),গ্রামঃ কালিকাপুর,পোঃ মান্দা,উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ । সে ৪ নং মান্দা ইউনিয়নের ১ নং ওয়ার্ডেরকালিকাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা । আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি । জন্ম-মৃত্যু নিবন্ধন বিধিমালা-2018 এর ধারা৯/১(খ)(অ) ধারা মোতাবেক জন্মের 5 বছর পরে আবেদন করা হলে তার বয়স প্রমানের জন্য উপযুক্ত চিকিৎসক ( এমবিবিএস) কর্তৃক প্রত্যয়নপত্র প্রয়োজন। তার বয়স প্রমানক প্রয়োজনীয় প্রত্যয়নপত্র না পাওয়ায় জন্ম নিবন্ধন সংশোধন করা সম্ভব হচ্ছে না এমতাবস্থায় তার শারিরীক গঠন অনুযায়ী জন্ম তারিখ উল্লেখপূর্বক উপযুক্তক চিকিৎসক( এমবিবিএস) কর্তৃক প্রত্যয়নপত্র প্রদানের জন্য সুপারিশ করছি ।
আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
