goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 9451

প্রত্যয়ন পত্র

তারিখ: 31-08-2023


এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মেসার্স, জীবন কুমার কুন্ডু, প্রেঃ শ্রী জীবন কুমার কুন্ডু গ্রামঃ ঘাটকৈর , ওয়ার্ড নং - 02, ডাকঘরঃ মান্দা , উপজেলাঃ মান্দা , জেলাঃ নওগাঁ এর রাসায়নিক সার গোডাউন সহ দোকানঘরে গত 14-08-2023ইং তারিখে দিবাগত রাত্রি আনুমানিক 2.15 ঘটিকার দিকে আকশ্মিকভাবে আগুন লেগে মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। এবং ফায়ার সার্ভিস কতৃক আগুন নিয়ন্ত্রনে আনার সময় রাসায়নিক সার গলে নষ্ট হয়েছে ইহাতে তাহার প্রভূত ক্ষতি সাধিত হয়েছে। ইহা আমার জানা মতে সত্য।

আমি তার সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করি।