goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 6905

প্রত্যয়ন পত্র

তারিখ: 02-05-2023


এই মর্মে প্রত্যয়ন করতেছি যে, মোছাঃ তারজিনা খাতুন, স্বামীঃ- মোঃ তোফাজ্জল হোসেন, মাতা- মোছাঃ সফুরা বেগম, গ্রামঃ চকমুনসব, ডাকঃ মান্দা, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ। উপরোক্ত ব্যক্তির স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের এর পর বর্তমানে সে তার পিতার বাড়ীতে অবস্থান করছে। সে অত্র ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের ০৪নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি তাঁকে চিনি ও জানি । ইহা আমার জানামতে সত্য।

-