স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়ন পত্র
তারিখ: 25-05-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মেসার্স কুশুম্বা ফিলিং স্টেশন,গ্রামঃ কয়াপাড়া, পোঃ প্রসাদপুর, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ দীর্ঘদিন যাবৎ চলমান আছে । এই ফিলিং ষ্টেশন স্থাপিত হওয়ার পর থেকে এলাকাবাসীর আপত্তি বা পরিবেশ দুষনীয়র কোন অভিযোগ নেই । ইহা আমার জানামতে সত্য
আমি উক্ত প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি ।
