স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়নপত্র
তারিখ: 30-10-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ রফিকুল ইসলাম, পিতাঃ মোঃ লিটন আলী,মাতা- মোছাঃ ঝর্না খাতুন গ্রামঃ ভবানীপুর, ডাকঃ পাচবাড়ীয়া, উপজেলাঃ লালপুর, জেলাঃ নাটোর। উপরোক্ত ব্যক্তি গত 13-09-2023 খ্রিঃ তারিখে আমার ইউপির বিজয়পুর,মান্দা, নওগাঁ নামক স্থানে সড়ক দূর্ঘ টনা জনিত কারণে মৃত্যুবরণ করেন। ইহা আমার জানা মতে সত্য।
আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি ।
