স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়ন
তারিখ: 09-07-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোছাঃ লুৎফুন্নেছা পারভিন,এনআইডিনং-7760067632, পিতা-মোঃ নফর উদ্দিন মন্ডল,মাতা-মোছাঃ জবেদা বেগম, বর্তমান ও স্থায়ী ঠিকানা: সাং কামারকুড়ি,পোঃ প্রসাদপুর-৬৫১০, উপজেলা-মান্দা,জেলা-নওগাঁকে আমি ব্যক্তিভাবে চিনি বা জানি । তিনি ইতিপূর্বে আনুমানিক ২০১৭ সালের পূর্বে - গ্রাম-সাহাপুর,ডাক-প্রসাদপুর, উপজেলা-মান্দা,জেলা-নওগাঁয় ব্র্যাক স্কুলে শিক্ষিকা পদে চাকুরিকালীন অবস্থান করায় উক্ত স্থান সম্বলিত ঠিকানায় জাতীয় পরিচয় পত্র গ্রহন করেন । বর্তমানে তিনি অত্র ইউনিয়নে ৬নং ওয়ার্ডের কামারকুড়ি গ্রামে স্থায়ী ভাবে বসবাস করছেন । ই্হা আমার জানামতে সত্য ।
আমি তার সার্বিক মঙ্গল কামনা করি
