স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়নপত্র
তারিখ: 08-11-2022
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোছাঃ ময়জান খাতুন, স্বামী- মোঃ সোলাইমান মন্ডল,মাতা-মোছাঃ মিছরন খাতুন,সাং-বিজয়পুর, ডাক-প্রসাদপুর-,উপজেলা-মান্দা,জেলা-নওগাঁ-কে আমি ব্যক্তিগত চিনি বা জানি । তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগিতেছেন । তার সংসারিক অবস্থা অত্যন্ত শোচনীয়; যা ক্যান্সার রোগের চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয় । তার সুচিকিৎসার জন্য সরকারী বা বেসরকারী ভাবে আর্থিক সহায়তার জন্য জোর সুপারিশ করছি । আমি তার সার্বিক মঙ্গল কামনা করি ।
.
