goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 4547

প্রত্যয়নপত্র

তারিখ: 10-11-2022


আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, মোঃ ভুট্টু রহমান, পিতা-মৃত মজো প্রামানিক, মাতা- মোছাঃ সৈয়দজান খাতুন, গ্রামঃ বিজয়পুর, ডাকঃ প্রসাদপুর, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ । তিনি ৪নং মান্দা ইউনিয়নের ০6নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। উপরোক্ত ব্যক্তিকে এন আইডিতে মৃত দেখিয়ে ভোটার তালিকা হতে কর্তন করা হয়েছে। কিন্তু অদ্যবধি উপরোক্ত ব্যক্তি জীবিত রয়েছে তাই উপরোক্ত ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তভুর্ক্ত করার জন্য সুপারিশ করা হল। আমি তাকে চিনি ও জানি । ইহা আমার জানামতে সত্য। আমি তার ভবিষ্যৎ জীবনের উন্নতি কামনা করি।

-