goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 4600

প্রত্যয়নপত্র

তারিখ: 15-11-2022


এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোছাঃ শাবানা(এনআইডিনং-6414754902904),পিতা-মোঃ শামসুদ্দিন,স্বামী-মোঃ ভুট্টু রহমান,মাতা-মোছাঃ জুলেখা, সাং-বিজয়পুর,ডাক-প্রসাদপর,মান্দা,নওগাঁ । তিনি মোঃ ভূট্টু রহমান,পিতা- মৃত মজো প্রামানিক,সাং বিজয়পুর,মান্দা,নওগাঁ এর সাথে দ্বিতীয় বৈবাহিক সূত্রে ঘর সংসার করছেন । উক্ত মোছাঃ শাবানা(এনআইডিনং-6414754902904) এর প্রথম স্বামী মোঃ আলমগীর হোসেন মৃত্যু বরন করার পর মোঃ ভূট্টু রহমান,পিতা- মৃত মজো প্রামানিক,সাং বিজয়পুর,মান্দা,নওগাঁ এর সাথে দ্বিতীয় বিবাহ করেন । ইহা আমার জানামতে সত্য ।

.