স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়নপত্র
তারিখ: 22-11-2022
এই মর্মে প্রত্যয়র করা যাচ্ছে যে, মোছাঃ ইসরাত জাহান মলি,পিতা- মামুনুর রশিদ,মাতা-নাদিরা,স্বামী-নুরুল,সাং-দোসতি,ডাকঘর-মান্দা-6511,উপজেলা-মান্দা,জেলা-নওগাঁ । অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা । তাহাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি বা জানি । তার ভোটার আইডিনং-6414767703849 ও জন্ম তারিখ-10-06-1989 । তিনি পেশায় হাঁস মুরগি ও গবাদী পশু পালনে উদ্যোক্তা । ইহা আমার জানামতে সত্য । আমি তার সার্বিক মঙ্গল কামনা করি ।
.
