goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 4510

প্রত্যয়নপত্র

তারিখ: 08-11-2022


এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে,বিদেশী রানী,পিতা-নলিনী কান্ত সরকার,স্বামী- কাজল,মাতা-নিয়তী,সাং সাহাপুকুরিয়া,ডাক-প্রসাদপুর,উপজেলা-মান্দা,জেলা-নওগাঁ-কে আমি চিনিতাম বা জানিতাম । অত্র ইউপির অনলাইন মৃত্যু নিবন্ধন তথ্যানুযায়ী তার মৃত্যু নিবন্ধন নং-19726414767113737,মৃত্যু তারিখ-24-05-2022 । তাঁর মৃত্যু নিবন্ধন কালীন ভুলবশত স্বামীর নাম এন্ট্রি করা হয়নি । প্রকৃত পক্ষে তার স্বামীর নাম-কাজল(এনআইডিনং-2810712741) । আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

.