স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়ন পত্র
তারিখ: 31-10-2022
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ১। অমরেশ চন্দ্র সরকার(এনআইডিনং-6414767698185),পিতা-দীনেশ চন্দ্র সরকার,মাতা অর্পনা রানী সরকার এবং ২। তৃষা সরকার(জনিনং-20056414767108424),পিতা-অমরেশ চন্দ্র সরকার,মাতা-শিপ্রা রানী সরকার, উভয়ের সাং-ঘোড়াদহ,ডাকঘর- কুসুম্বা,উপজেলা-মান্দা,জেলা- নওগাঁ । তাঁদেরকে আমি চিনি বা জানি । তারা উভয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহন করছেন । ই্হা আমার জানামতে সত্য । আমি তাদের সার্বিক মঙ্গল কামনা করি ।
.
