স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
প্রত্যয়ন পত্র
তারিখ: 26-12-2022
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোছাঃ মনোয়ারা, স্বামী- মোঃ মহিদুর রহমান, মাতা- মোছাঃ আকলিমা. গ্রাম- ঘাটকৈর, ডাকঃ মান্দা, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ । উপরোক্ত ব্যক্তির নাম মোছাঃ মনোয়ারা বেগম এর পরিবর্তে ভুলক্রমে এনআইডিতে মোছাঃ মনোয়ারা করা হয়েছে জম্ম নিবন্ধন মোতাবেক তার এন আইডি সংশোধন করে দেওয়ার জন্য সুপারিশ করা হল। সে অত্র ইউপির 2নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি তাকে চিনি ও জানি । ইহা আমার জানামতে সত্য।
আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
