goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 5997

প্রত্যয়ন পত্র

তারিখ: 08-03-2023


এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, তারেক আজিজ, পিতা-রিয়াজ উদ্দীন, মাতা-সপুরা খাতুন, স্থায়ী ঠিকানা গ্রাম-নওটিকা,ইউনিয়ন-বাজুবাঘা,ডাকঘর-তেঁথুলিয়া হাট,উপজেলা-বাঘা, জেলা-রাজশাহী; বর্তমান ঠিকানা-গ্রাম-কামারকুড়ি,ডাকঘর-প্রসাদপুর-6510,উপজেলা-মান্দা,জেলা-নওগাঁ । তিনি বর্তমানে প্রসাদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা,মহাদেবপুর,নওগাঁয় সহকারী শিক্ষক হিসাবে কর্মরত থাকায় পেশাগত সুবিধার্থে অত্র ইউনিয়নের অন্তর্গত মোঃ আজাহার আলী,পিতা-মোঃ সাহেব জোয়ারদার,সাং কামারকুড়ি,মান্দা,নওগাঁ এর বাড়ীতে পরিবারসহ আনুমানিক এক বছর যাবৎ ভাড়া আছেন । ইহা আমার জানামতে সত্য অ

আমি তার সার্বিক মঙ্গল কামনা করি