goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 9555

বার্ষিক আয়ের সনদপত্র

তারিখ: 05-09-2023


এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, মোঃ ফায়সাল আহমেদ, পিতাঃ মোঃ ইব্রাহিম খলিল, মাতাঃ মোছাঃ ফাইমা, গ্রামঃ কালিকাপুর, ডাকঘরঃ মান্দা-6511, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ । সে ৪ নং মান্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা । মোঃ ফায়সাল আহমেদ একজন দিনমজুর, হতদরিদ্র পরিবারের সন্তান এবং মেধাবী ছাত্র ।আমার জানা মতে, তার পিতার জমির পরিমান-৩শতক । তার পরিবারের বাৎসরিক আয় আনুমানিক ৩৬০০০/- (ছত্রিশ হাজার) টাকা মাত্র । সেহেতু মহোদয় আপনি অনুগ্রহ করে উক্ত দরিদ্র মেধাবী ছাত্রকে বৃত্তি (স্কলারশীপ) দানে আপনার সদয় দৃষ্টি কামনা করছি।

আমি তার ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও উন্নতি কামনা করি।