স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
মাসিক আয়ের প্রত্যয়ন পত্র
তারিখ: 08-11-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ মোকলেছার রহমান, পিতাঃ মৃত সখাতুল্যা মন্ডল, গ্রামঃ চকভবানী,পোঃ কুশুম্বা-6510, মান্দা, নওগাঁ । তিনি ৪নং মান্দা ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা এবং জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক। আমি তাহাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। আমার জানা মতে তাহার মাসিক আয় চাকুরি হতে 20,836/- (বিশ হাজার আটশত ছত্রিশ টাকা) এবং ফসলি জমি হতে 15,000/-( পনের হাজার টাকা) সর্বমোট35,836/-( পয়ঁত্রিশ হাজার আটশত ছত্রিশ টাকা মাত্র), তাহার পেশাঃ চাকুরি। আমার জানামতে তিনি কোন প্রকার রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের সহিত জড়িত নাই।
আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
