স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
“মৃত্যুর প্রত্যয়নপত্র”
তারিখ: 16-08-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মৃত হালিমা খাতুন, পিতা/ স্বামী- মৃত জহির উদ্দিন শাহা, সাং- সাহাপুর, ডাকঃ প্রসাদপুর, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ। সে গত 29-07-2023খ্রিঃ তারিখে অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল আনুমানিক 86 বৎসর। তার মৃত্যুর নিবন্ধন তারিখ 03-08-2023খ্রিঃ। নিবন্ধন বহি নং-০৪ এবং নিবন্ধন পাতা নং-57 । আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনিতাম ও জানিতাম। আমি তার আত্মার শান্তি কামনা করছি।
আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি ।
