goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 10174

“মৃত্যুর প্রত্যয়নপত্র”

তারিখ: 02-10-2023


এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মৃত ওসমান আলী কারিকর, পিতা/ স্বামী- মোঃ তছির উদ্দীন কারিকর, সাং-সাহাপুর, ডাকঃ প্রসাদপুর, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ। সে গত 14/09/2023খ্রিঃ তারিখে দূরঘটনা জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 74 বৎসর। তার মৃত্যুর নিবন্ধন তারিখ 02/10/2023খ্রঃ। নিবন্ধন বহি নং-০4 এবং নিবন্ধন পাতা নং- 60। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনিতাম ও জানিতাম।

আমি তার আত্নার শান্তি কামনা করছি।