স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
“মৃত্যুর প্রত্যয়নপত্র”
তারিখ: 17-10-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মৃত মফিজ উদ্দিন, পিতাঃ মৃত মিলন,সাং- চকমুনসব, ডাকঃ মান্দা, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ। আমি মৃত ব্যক্তির ছেলে মোঃ তফিজ উদ্দিন সাহা এর কাছ থেকে জানতে পারি সে আনুমানিক ০২-০১-১৯৮৫ সালে মারা গিয়াছে। উপরোক্ত ব্যক্তির নাম অত্র ইউনিয়নের মৃত্যু রেজিস্টারে লিপিবদ্ধ নেই। আমি উপরোক্ত ব্যক্তির পরিবার বর্গকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি ।
আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি ।
