স্থানীয় সরকার বিভাগ
৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।
মৃত্যুর প্রত্যয়নপত্র
তারিখ: 22-11-2022
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ কায়েম উদ্দিন শাহানা, মৃত মমিন উদ্দিন শাহানা,সাং- মেরুল্যা, ডাক-মান্দা,উপজেলা-মান্দা,জেলা-নওগাঁ । তিনি অত্রাফিসের অনলাইন মৃত্যু রেজিষ্টার অনুযায়ী গত13-04-2009 খ্রিঃ মৃত্যু বরন করেন । মৃত্যু নিবন্ধন বহি নং-01,নিবন্ধন তারিখ-23-11-2019,মৃত্যু নিবন্ধন নং-20196414767000532 । সার্ভার জটিলতার কারনে অনলাইন মৃত্যু সনদ দেয়া সম্ভব না হওয়ায় এ প্রত্যয়ন দেয়া হলো । আমি তার বিদেহী আত্মার শন্তি কামনা করি ।
.
