goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

৪নং মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলা: মান্দা, জেলা: নওগাঁ।

স্মারক নং: মান্দা/ইউপি - 4341

স্বামী-স্ত্রীর প্রত্যয়ন পত্র

তারিখ: 27-10-2022


এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, (১) মোঃ আলাউদ্দিন মন্ডল(এনআইডিনং-6414781207496),পিতা- মোঃ বয়েন উদ্দিন মন্ডল, সাং- ফেটগ্রাম, মান্দা, নওগাঁ এবং (২) মোছাঃ রেহেনা,স্বামী- মোঃ আলাউদ্দিন,সাং-ফেটগ্রাম,মান্দা,নওগাঁ । তারা উভয়ে পরষ্পর স্বামী স্ত্রী । তারা বর্তমানে অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৈবারা গ্রামে আনুমানিক 5/6 বৎসর যাবৎ বসবাস করছেন । সেখানে তারা নিজে বাড়ী নির্মান করে বসবাস করছেন ।উল্লেখ্য তাদের দাম্পত্য জীবনকাল আনুমানিক ১৯৮৬সালে । তখন আমার জানামতে নিকাহ রেজিষ্ট্রি হতোনা । আমি তাদেরকে চিনি ও জানি । আমি তাদের সার্বিক মঙ্গল কামনা করি ।

.